History of Establishment


১৯৭২ সালে প্রতিষ্ঠিত সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের নাম ছিল ‘নগরকান্দা মহাবিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর’। প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠানটি মানবিক ও বাণিজ্য বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। সেসময় এই মহাবিদ্যালয়ের পাঠদানকার্যক্রম পরিচালিত হতো মাহেন্দ্র নারায়ণ একাডেমির নগরকান্দা ছাত্রাবাসে। এলাকার বিদ্যোৎসাহী ও দাতা ব্যক্তিবর্গের দানকৃত ৫ একর ৫৯ শতাংশ জায়গার ওপর মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে ১৯৭৭ সালে বিজ্ঞান বিভাগ যাত্রা শুরু করে এবং ২০০০ সাল থেকে বাংলাদেশ কারিগরি বোর্ড, আগারগাঁও-এর অধীনে ‘ব্যবসায় ব্যবস্থাপনা’ শাখা চালু হয়। ২০১৩ সালে জাতীয়করণের পরে প্রতিষ্ঠানটির নামকরণ হয় ‘সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর’। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ছয়টি ভবন আছে। ভবনগুলোর মধ্যে ৪ নম্বর এবং ৫নম্বর ভবন পরিত্যক্ত।